• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত

কৃষাণি শাহিদা বেগমের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষাণি শাহিদা বেগমের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শন করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ড.মোঃ হজরত আলী

কে এম রুবেল, ফরিদপুর।

কৃষিতে পুরস্কার প্রাপ্ত পেঁয়াজ বীজ চাষি শাহিদা বেগমের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শন করেছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী।

সোমবার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুরে কৃষাণি শাহিদা বেগমের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শন করে এবং পরিচর্যার বিষয়ে পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুল আলম, কৃষাণি শাহিদা বেগম, বক্তার হোসেন খান।

শাহিদ বেগম বলেন, গত বছর পেঁয়াজ বীজ চাষ করে ২০০মন বীজ পেয়ে ছিলাম। সেই বীজ ৪ কোটি টাকা বিক্রি করেছি। এবছর ৩৫ একর জমিতে বীজ চাষ করেছি। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে, আশা করছি এবছর ২২৫ থেকে ২৩০মন বীজ উৎপাদন হবে।

এখন নিয়মিত পেঁয়াজ বীজ ক্ষেত পরিচর্যা করা হচ্ছে। প্রতিদিনই মাঠে লেবাররা কাজ করছে। কেউ ক্ষেতের আগাছা পরিস্কার করছে, কেউ ওষুধ দিচ্ছে।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।