ঢাকায় করোনায় মৃত পুলিশ সদস্যর লাশ সালথায় দাফন সম্পন্ন
ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন মারা যায়। রবিবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত পুলিশ সদস্য আলমগীর হোসেনের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে।
সোমবার (৮জুন) বাদ যোহর মরহুমের জানাজা মাঝারদিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ সহ একটি পুলিশ টিম ও সালথা তাকওয়া ফাউন্ডেশনের টিম।
জানাজায় ইমামতি করেন তাকওয়া ফাউন্ডেশনের সদস্য মাওলানা জিনাতুল ইসলাম,, এরপর তাকওয়া ফাউন্ডেশন ও পুলিশের সহযোগিতায়,, তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।