খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সদস্য, মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন শাহজালাল মোল্লা মিলনের পিতা মো. মতিয়ার রহমান মোল্লা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। আজ সোমবার সকালে নগরীর মোহাম্মদনগর এলাকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনী ও প্যারালাইসিসের সমস্যায় অসুস্হ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর নড়াইলের রাইখালী গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।