• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
সাভারের প্রতিটি ইউনিয়নের হতদরিদ্রদের পাশে খাদ্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে চাই’- রাজীব

সুমন ভূইয়াঃ সাভারের প্রতিটি ইউনিয়নের হতদরিদ্রদের পাশে খাদ্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে চান বলে জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ মে) সাভার উপজেলা পরিষদের সরকারি বাসভবনের সামনে আটশো’ এবং আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বারশো’ হতদরিদ্র রোজাদারদের ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।

প্রতিদিনের মতো সাভার উপজেলা পরিষদে রাজীবের সরকারি বাসভবনের সামনে হতদরিদ্র মানুষ নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ‘ভালোবাসার উপহার’ খাদ্য সামগ্রী গ্রহন করে। এসময় আটশো’ হতদরিদ্র মানুষ শৃংখলা বজায় রেখে ভুনা খিচুড়ি গ্রহন করে।

এসময় এখানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।

পরে, আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে বারশো’ অসহায় ও দুঃস্থ নারীপুরুষ মঞ্জুরুল আলম রাজীবের ‘ভালোবাসার উপহার’ ভুনা খিচুড়ি গ্রহন করে।

মঞ্জুরুল আলম রাজীব বলেন, রমজানের প্রথম দিন থেকে সাভার উপজেলার সরকারি বাসভবনের সামনে হতদরিদ্র রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করেছি। এক্ষেত্রে ইফতার হিসেবে গতানুগতিক খাবার না দিয়ে খুব উন্নতমানের খাবার দেবার চেষ্টা করছি।

এসময় তিনি আরও বলেন, আমরা এটা চিন্তা করেছি যে এই খাদ্য বিতরণটা ‘ডি-সেন্ট্রালাইজড’ করার জন্য। শুধু একটা জায়গায় না দিয়ে প্রতিটি ইউনিয়নকে ‘টাচ’ করতে চাই। সাভারের প্রতিটি ইউনিয়নের হতদরিদ্র রোজাদারদের পাশে আমি খাদ্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে চাই।

সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আজকে আমিনবাজার ইউনিয়নে আমি এসেছি। আমিনবাজারের যারা হতদরিদ্র, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, গাড়ির চালক যারা বেকার হয়ে পড়েছেন, এই মুহুর্তে যারা কর্মহীন- তাদের পাশে খাদ্য নিয়ে আমি সহযোগিতা করতে এসেছি। এই কার্যক্রম আমি রোজার শেষদিন পর্যন্ত চালিয়ে যাবো ইনশা আল্লাহ।

আমিনবাজারে খাদ্য সহায়তা প্রদানের সময় রাজীবের সাথে আরও উপস্থিত ছিলেন- আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।