ফরিদপুরে দুদিন থেমে আবারো বাড়লো করোনা রোগির সংখ্যা। আজ নতুন করে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জনে। এরা হলেন মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার এক যুবক(২২) তিনি ঢাকা মিরপুর এলাকার একটি বেসরকারী হাসপাতালের গাড়ি চালক, আলফাডাঙ্গা উপজেলার বানা এলাকার ঢাকা থেকে আগত এক যুবক(৩৫) তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন ও নগরকান্দা উপজেলার ফুলসুতি এলাকার সরোয়ার মিয়া(৪৯)পেশায় তিনি একজন টেকনিশিয়ান। এরা সকলেই এখন নিজ বাড়িতে অবস্থান করছে। তাদের বাড়ি গুলোকে লকডাউন করা হয়েছে ইতিমধ্যে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান জানান, নতুন করে আরো তিনজন করোনা রোগি শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগির সংখ্যা দাড়ালো ২৪ জনে। তিনি বলেন আজ ১৩২ জনের নমুনা পাঠানো হয় ল্যাবে পরীক্ষার জন্য। এর মধ্যে ৩জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তিনি বলেন ২৪ জনের মধ্যে থেকে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার করোনা আক্রান্ত তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।এছাড়া গোপালগঞ্জের ৬ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে।
প্রশাসনের তরফ থেকে আক্তান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার কাজ চলছে বলে জানা গেছে।