ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র
নিরঞ্জন মিত্র(নিরু)(ফরিদপুর জেলা প্রতিনিধিঃফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র।
(৮ জানুয়ারি) শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষ আবাহনী ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম হক, লীগ কমিটির সভাপতি মোঃ খায়ের মিয়া, শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ নভেম্বর ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের খেলা শুরু হয়। ১২টি দল এতে অংশ নেয়। ফাইনাল খেলায় শেখ রাসেলের পক্ষে আশরাফুল ও আবুল হোসেন এবং আবাহনীর পক্ষে ইসমাইল একটি করে গোল করেন। খেলায় রেফারি ছিলেন শামীম খান।