• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
বৈশ্বিক মহামারিতে জামালপুরে মুক্তি পেল ১৪ জন কারাবন্দী

বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে কম সাজাপ্রাপ্ত আসামীদের ছেড়ে দেবার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জামালপুরে দ্বিতীয় দফায় মুক্তি পেল ১৪ জন কারাবন্দি। বৈশ্বিক মহামারিতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার দুপুরে জেলা কারাগার থেকে এই ১৪ জন কারাবন্দিকে মুক্ত করে দেওয়া হয়।

এর আগে শনিবার (২ মে) মুক্তি পায় দুই বন্দি। জামালপুর জেলা কারাগার থেকে কারা মহাপরিদর্শক দপ্তরে পাঠানো কম মেয়াদে সাজাপ্রাপ্ত ২৯ জনের তালিকার মধ্যে এ পর্যন্ত ১৬ বন্দি মুক্তি পেল।জামালপুর
জেল সুপার মো. মকলেছুর, পিবিএ’কে জানান, কারাগারে করোনা সংক্রমণ প্রতিরোধে কম সাজাপ্রাপ্ত ২৯ জনের তালিকা করে মহাপরিদর্শক দপ্তরে পাঠানো হয়। এ পর্যন্ত ১৬ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারী কার্যবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১৪ জন কারাবন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে আজ মুক্তি দেওয়া হয়। এর আগেও ২ মে দুই বন্দিদেরকে মুক্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, জামালপুর জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা রয়েছে ৩৩১ জন। বর্তমানে বন্দি রয়েছে ৪৮১ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।