• ঢাকা
  • শনিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আধুনিক প্রযুক্তিতে পাট চাষে উদ্বুদ্ধ করতে আলফাডাঙ্গায় চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে লক্ষ্য নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা হয়েছে।

৮ জুলাই সোমবার সকালে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান দেন, ফরিদপুর পাট গবেষণা কেন্দ্রের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ওমর আলী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা প্রমুখ।

জানতে চাইলে, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এ প্রশিক্ষণে উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পাট ও বীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সেইসাথে প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের ব্যাগ প্রদান করা হয়।

কবীর হোসেন
৮ জুলাই ২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।