• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংর্ঘষে, আহত ২০

বিজয় পোদ্দার,ফরিদপুর:

ফরিদপুরে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড় সহ ২০ জন আহত হয়েছে। আহত সকলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। রণকাইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুভদ্র কুমার সরকার ও সহকারী শিক্ষক মো শাজাহান জানান, ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এ রণকাইল উচ্চ বিদ্যালয় বনাম পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউট এর মধ্যকার খেলাটি ফরিদপুর জিলা স্কুল এর অভ্যন্তরীণ পিছনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তার পূর্বেই স্কুল মাঠের খেলোয়াড়দের বয়স নির্ধারণী যাচাই-বাছাই শুরু হয়। ঐ যাচাই-বাছাইতে বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউট এর বেশ কয়েকজন খেলোয়াড় বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়াতে খেলায় হেরে যাবে বুঝতে পেরে স্কুল টিমের কয়েকজন শিক্ষক রণকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপরে অতর্কিতভাবে বহিরাগত হৃদয় সহ একাধিক ব্যক্তিরা ও বায়তুল মোকেদ্দম ইন্সটিটিউড স্কুলের কয়েকজন শিক্ষক এ হামলা চালায়। এ হামলায় মাসুদ, মনিরুজ্জামান, সাঈদ খান, আবুল হোসেন (ছোট), আতিয়ার ফকির, সোহানসহ বিশজন আহত হয়। রণকাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া জানান, খেলা শুরু হওয়ার পূর্বে যাচাই-বাছাইতে পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউট এর কিছু খেলোয়াড় বয়সের কারণে বাতিল হয়ে যায়। ঐ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ও হেরে যাবার আশংক্ষায় আমাদের খেলোয়াড়দের উপরে হামলা চালিয়ে বিশজনকে গুরুতর আহত করে। আমি তাৎক্ষণিক ভাবে কোতয়ালী থানায় ফোন করলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসা সেবার ব্যবস্থা করে। তিনি আরো জানান, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।