নগরকান্দায় ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় রিয়াজ মুন্সি নামের এক যুবককে ইতালি নেবার কথা বলে লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সালথার বল্লভদি ইউনিয়নের সাধারণ মানুষ।
রোববার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আদম ব্যবসায়ী আল-আমিন ও শাকিল খানকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য অভিযুক্ত আদম ব্যবসায়ীরা ইতালি নেওয়ার প্রলোভনে রিয়াজ মুন্সিকে লিবিয়া আটকে রেখে নৃশংস ভাবে হত্যা করে বলে অভিযোগ নিহতের পরিবারের।
৮ সেপ্টেম্বর ২০২৪