• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী কর্মপরিকল্পনায়

ডিজিটাল শিক্ষায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে

০ নিজস্ব প্রতিবেদক ০

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী কর্মপরিকল্পনায় ডিজিটাল শিক্ষায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে। গত ১০ বছরে বাংলাদেশ ডিজিটাল শিক্ষায় অনেক এগিয়েছে। তিনি আরো বলেন,  দেশে সাক্ষরতার হার শতকরা ৭৫ শতাংশ। এটা আশাবাঞ্জক। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। তবে এক্ষেত্রে সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আগামী ১০ বছরে সরকারি-বেসরকারি সমস্ত অফিসের কার্যক্রম ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে সম্পন্ন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কারার জন্য আহবান জানান জেলা প্রশাসক। তিনি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ ৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার একথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ শিলা রানী মন্ডল, আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা মীনাক্ষী বিশ্বাস, এসো জাতি গড়ির নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ফরিদপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত। আলোচনা সভাটি ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল আলী আইসিটি কনফারেন্স রুমে বেলা ১১ টায় শুরু হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।