ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নগরকান্দা পৌর সভার প্রথম নির্বাচিত মেয়র তৎকালীন (চেয়ারম্যান) মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়া শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর ২ আসনের সালথা-নগরকান্দা- কৃষ্ণপুরের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার বাদ জোহর নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে নিজ বাড়ী সংলঘ্ন পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে ।