আলফাডাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা
আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান কর্মরত সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান উন্মুক্ত আলোচনার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনা করেন।
সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাবেক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবীর হোসেন ,যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কার্যকরী সদস্য শাহারিয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।