মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ দিবস উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সপ্না বৈদ্য প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
৮ মার্চ ২০২১