• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
৭০ শতাংশ কর্মীদের ছুটিতে পাঠাচ্ছে কোরিয়ান এয়ার

৭০ শতাংশ কর্মীদের ছুটিতে পাঠাচ্ছে কোরিয়ান এয়ার

দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী কোরিয়ান এয়ার তার ১৯ হাজার কর্মীদের মধ্যে ৭০ শতাংশ কর্মীকে জোরপূর্বক ছুটিতে পাঠাচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) কোরিয়ান এয়ার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক। করোনার ফলে যাত্রী সংখ্যা অনেকটাই কমে যাওয়ায় বিমান পরিষেবা জোর ধাক্কা খেয়েছে। আয় কমেছে বিমান সংস্থাগুলির। ফলে, নিজেদের খরচ বাঁচানোর পথ অবলম্বন করতে হচ্ছে সংস্থাকে।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসার সুরক্ষার জন্য নগদ অর্থ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীরা ১৬ এপ্রিল থেকে ছয় মাসের ছুটিতে যাবেন।
তবে করোনাভাইরাসের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে প্রত্যেক কর্মীকে তাদের স্বাভাবিক বেতনের ৭০ শতাংশ বেতন দেওয়া হবে।

এদিকে, কোরিয়ান এয়ারের শ্রমিক ইউনিয়ন এ প্রস্তাবে রাজি হয়েছে।

হানজিন গ্রুপ কোরিয়ান এয়ার পরিচালনা করে। এটি প্রায় ৪৫টি দেশের ১৩০টি শহরে তাদের কার্যক্রম পরিচালনা করে। কোরিয়ান এয়ার বিশ্বের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক পরিবহন সেবা প্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে এই পরিবহন অন্যতম ভূমিকা পালন করেছে।

সূত্র : সিএনএন

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।