সালথায় বেনজামিন হায়দার বিনু স্মৃতি ভলিবল টুণামেন্ট অনুষ্ঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মরহুম বেনজামিন হায়দার বিনু স্মৃতি ভলিবল টুণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সদরের কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেন কাউলিকান্দা যুব সমাজ।
এই খেলায় চরভদ্রাসন, জোগাড়দিয়া, কাগদি ও কাউলিকান্দা এই চারটি দল অংশগ্রহণ করে। এরমধ্যে ফাইনালে ওঠেন কাউলিকান্দা বনাম কাগদি। ফাইনাল খেলায় ৬ পয়েন্টে কাগদি জয়লাভ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ফরহাদ মোল্যা, হানিফ মাতুব্বার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।