• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সম্মিলিত পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনার প্রভাবে অভিবাসীদের যে সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সকলের সম্মিলিত ও কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইএলও’র ‘গ্লোবাল লিডার্স ডে’ ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী প্রতিকূল পরিস্থিতিতে শ্রমজীবিদের রক্ষায় তিন দফা পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন: করোনাকালে বিশ্ব বাজারে প্রবাসী শ্রমিকদের কাজের সুযোগ অব্যাহত রাখতে হবে। এছাড়াও ছাঁটাইয়ের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

বিশ্বব্যাংক এরই মধ্যে বলেছে: বাংলাদেশি অভিবাসীদের কাজ হারানো এবং দেশে ফিরে আসায় চলতি অর্থবছরে ২০ শতাংশ রেমিট্যান্স কমবে।

গ্লোবাল লিডার্স ডে’র বক্তব্যে প্রধানমন্ত্রী আইএলওকে গ্লোবাল সামিটের আয়োজক ও মহামারী চলাকালীন সংগঠনটির সকল সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ব করোনা পরিস্থিতিকে “পূর্ণাঙ্গ বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক সংকট” হিসেবে বর্ণনা করেন।

৮০ টিরও বেশি দেশের নেতৃবৃন্দ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও এই সম্মেলনে তাদের বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।