আগামী বৃহস্পতিবার ফরিদপুর পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ইকবাল হোসেন খানের গাজর মার্কার সমর্থনে এক নির্বাচনী সভা মঙ্গলবার রাত ৯ টায় আলিপুরে অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক মোহাম্মদ আজম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিন খান, আফরোজ খান, সুলতান মাহমুদ প্রিন্স, মুরাদ হোসেন, মোজাম্মেল হোসেন, আলাউদ্দিন আহমেদ, কাইয়ুম হোসেন বাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান।
সভায় বক্তারা বলেন আগামী বৃহস্পতিবার ফরিদপুর পৌরসভা নির্বাচন হবে তাতে তারা এলাকার একজন সৎ ও যোগ্য কাউন্সিলর আশা করেন এজন্য মোঃ ইকবাল হোসেন খানের বিকল্প নেই। তারা এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে ইকবাল হোসেন খানকে গাজর প্রতীকে ভোট দেবার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।