• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য করোনায়

সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য করোনায় আক্রান্ত

সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ছয় সপ্তাহ হল। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে রাজ পরিবারও। সৌদি রাজপরিবারের ১৫০ জনের অধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

রাজপরিবারের এসব সদস্যদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালে ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে।

বুধবার রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে এক দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাশাপাশি, তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) একই উপকূলে এক দূর্গম স্থানে নিজ মন্ত্রীদের সাথে অবস্থান করছেন।

সৌদি আরবে এ পর্যন্ত ৩ হাজার ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৪১ জন। সেরে উঠেছে ৬৩১ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।