খাগড়াছড়িতে আগুনে পুড়ে অঙ্গার প্রভাষক
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান (৩২) নামে এক প্রভাষকের অঙ্গারে পরিণত হয়েছে। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়।
ফায়ার সার্ভিস’র উপ-পরিচালক দিদারুল আলম জানান, প্রায় ঘন্টা ব্যাপী আমাদের দু’টি ইউনিট’র চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
মাওস্রিজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেঔয়ান জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রিজিতা ঘর থেকে বের হতে পারেননি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।