সুমন ভূইয়াঃ সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব জামসিং মহল্লার আত্মীয়ের বাসা থেকে করোনা পজিটিভ রোগী পালিয়ে যায়। পুলিশ প্রশাসন ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বাড়িটি লকডাউন করে দেয়। সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব জামসিং মহল্লার বাসিন্দা মমিন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন তার ছেলের শ্বশুর শফিকুর রহমান (৫৬)। তিনি জনতা ব্যাংকের ইমামগঞ্জ ব্রাঞ্চ এ নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত আছেন। শফিকুর রহমানের করোনা উপসর্গ দেখা দিলে তিনি নিজে গিয়ে ৭ই মে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এ করোনা পরীক্ষা করার জন্য নমুনা দিয়ে আসেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা প্রতিরোধ টিম আসলে তার দেওয়া মোবাইল নাম্বারে বার বার কল করা হলেও সে মোবাইল ফোনটি বন্ধ রাখেন। এক পর্যায়ে খোঁজাখুঁজির পর তার দেওয়া ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। কাউকে কিছু না বলেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, সে আজ সৌদি মিনার মসজিদ থেকে নামাজ আদায় করেন। করোনা পজিটিভ এর কথা শুনে সে পালিয়ে যায়। তাৎক্ষণিক সাভার মডেল থানার এএসআই মোঃ নুরুল ইসলাম ও সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা লাল নিশানা টানিয়ে বাড়িটি লকডাউন করে দেন। বাড়ির লোকজনদের আগামী ১৪দিন ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করে আসেন।