ফরিদপুর ধর্ষণের বিরুদ্ধে বি ডি ক্লিনের মৌন মানববন্ধন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
267 বার দেখা হয়েছে
০
ফরিদপুর ধর্ষণের বিরুদ্ধে বি ডি ক্লিনের মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষণের বিরুদ্ধে মৌন মানববন্ধন করেছে সামাজিক সংগঠন বিডি ক্লিন। আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। সংগঠনের সভাপতি অনন্যা সিংহ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আরিয়ান খান, অহনা বসূ, আব্দুল্লাহ ফয়সাল রেজাউল ইসলাম, আরিফুল ইসলাম, চয়ন নাথ, দিপ্ত মন্ডল।