• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার শ্লোগান নিয়ে

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের উদ্দ্যোগে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠিত

শিমুল, দিনাজপুর প্রতিনিধি :

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার শ্লোগান নিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রোববার বিকেলে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের উদ্দ্যোগে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ঐতিহাসিক ৭ মার্চ দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের উদ্দ্যোগে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুর মো: শাহজাহান। সন্মানিত অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ,জেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল,শহর আওয়ামীলীগের সভাপতি রায়হান কবির সোহাগ,সা:সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ১নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী সরকার ও মোস্তফা কামাল প্রমুখ। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন সভায় সভাপতিত্ব করেন।

হারুন অর রশীদের মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ওসি অপারেশন মোহাম্মদ গোলাম মাওলা, ওসি তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যক্তি বর্গ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।