মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমনের শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।
মঙ্গলবার বিকাল ৪ টায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যার সভাপতিত্বে ও মোঃ আসাদুজ্জামান বাচ্চুর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নৌকার প্রচারনায় প্রায় শতাধিক মোটরসাইকেলের একটি বহর মধুখালী মরিচ বাজার মোর থেকে শুরু করে ৯ টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র প্রদক্ষিন করে মোহন বাজারে এসে মিলিত হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মির্জা আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন প্রমুখ।