র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, জেলা পুলিশ বরগুনা যৌথ উদ্যোগে অদ্য ০৯/০৫/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকা হতে দুপুর ০১.০০ ঘটিকায় পর্যন্ত বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ষ্টেশনারীর দোকানদার মোঃ ইমাম মোরশেদ(৩৮), পিতা-মোঃ ইদ্রিস গাজী, সাং-ধুপতী, থানা- সদর, জেলা-বরগুনাকে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক অর্থদন্ড দন্ড প্রদান করেন। উল্লেখ্য, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রইছ উদ্দিন।