কানাইপুর আবাসিক হোটেল ঈগল’কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কানাইপুর আবাসিক হোটেল ঈগল’কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করেছে।
আজ ৯ আগস্ট রবিবার দুপুর ১২ টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর স্ট্যান্ডে অবস্থিত আবাসিক হোটেল ঈগল এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আবাসিক হোটেল’টির ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় এবং অসামাজিক কাজ কর্ম করায়, হোটেল কর্তৃপক্ষ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব, এ সময় আনসার বাহিনীর একটি চৌকস টিম তার সাথে সহযোগিতায় ছিলেন, অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি।