• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
পোরশায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে চেক বিতরণ

২০১৯-২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক নওগাঁর পোরশায় নন এমপিও শিক্ষক, কর্মচারীদের অনুকুলে বরাদ্ধকৃত ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করে চেক বিতরণের উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

পরে সামাজিক দূরুত্ব বজায় রেখে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭ জন নন এমপিও শিক্ষককে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৮৫ হাজার টাকার চেক, ১০ জন কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে ২৫ হাজার টাকার চেক এবং নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত শিক্ষা বৃত্তির ২০ হাজার টাকার চেক নিতপুর মহিলা মাদ্রাসার ৪ জন ছাত্রীর মাঝে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এসময় ইউএনও নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধাসহ শিক্ষকগণ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।