মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৯/৪/২২ ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বৈশাখ নিউজ. কম এ সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই ওসি এএসএম আসাদুজ্জামান কে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম।
আরও পড়ুন
ভাঙ্গায় স্বপ্নের হাইওয়ে এক্সপ্রেসে দুঃস্বপ্ন থ্রি হুইলার
হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম বৈশাখ নিউজ. কম কে জানান, সাবেক হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তাকে সিলেট রেঞ্জের বদলি করা হয়। বৃহস্পতিবার সকালে তার স্থলে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন এ এস এম আসাদুজ্জামান। দায়িত্বভার গ্রহণ করার পর সকাল দশটার দিকে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেন।তার লিখিত বক্তব্যের শেষ দুটি লাইন হাইওয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। একই সাথে বিষয়টি নিয়ে বৈশাখ নিউজ প্রতিবেদনটি ছাপায়। বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে শুক্রবার সকালেই এ এস এম আসাদুজ্জামান কে প্রত্যাহার করা হয়। শুক্রবার দিনই তার স্থলে দায়িত্বভার থানার উপ-পরিদর্শক শাহ আলম কে দেওয়া হয়।
এ সময় তিনি সংবাদকর্মীদের আহবান করেন যে কোনো অনিয়ম দুর্নীতির সাথে কোন পুলিশ সদস্য জডি়য়ে পড়লে তার বিরুদ্ধে আপনারা প্রতিবেদন ছাপাবেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য গত সপ্তাহে হাইওয়ে পুলিশের সড়কে চাঁদাবাজি, থ্রি হুইলার চলাচল বন্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারায পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর ভাঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ আটজনকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়। ঐদিন ভাঙ্গা হাইওয়ে থানার দায়িত্বভার গ্রহণ করেন এস এম আসাদুজ্জামান। তিনি বৃহস্পতিবার সকালে স্থানীয় সংবাদ কর্মীদের ডেকে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্যের শেষ দুটি লাইনে লেখা ছিল “হাইওয়ে থানা পুলিশ ব্যতীত কোন সংগঠন বা ব্যক্তি মহা সড়কে চাঁদাবাজি করলে তার দায়িত্ব পুলিশ
নিবেনা, বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদ কর্মী ও এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে বৈশাখ নিউজ. কম বৃহস্পতিবার রাতে সংবাদ প্রকাশ করেন।
আরও পড়ুন
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি প্রত্যাহার ! নবাগত ওসির যোগদানের আগেই সংবাদ সম্মেলন
সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছডি়য়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়ে যায় একই সাথে পুলিশ সম্পর্কে নানা ধরনের বাজে মন্তব্য করেন অনেকে।
আরও পড়ুন
মহাসড়কে হাইওয়ে পুলিশ ছাড়া অন্য কারো চাঁদাবাজির দায়িত্ব পুলিশ নেবেনা -হাইওয়ে থানার নবাগত ওসি
শনিবার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক শাহআলম জানায়, মহাসড়কে পুলিশ কেন কেউ চাঁদাবাজি বা সড়কের শৃঙ্খলা নষ্ট করতে পারবে না। আমাদের পুলিশ সব সময় সড়কে টহলরত অবস্থায় আছে। ঈদকে সামনে রেখে সড়কের শৃঙ্খলা আরও সুন্দর করতে পুলিশ কাজ করে যাবে।