মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে র্যাকেট খেলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিশুটি মৃত্যুবরন করে। মারা যাওয়া শিশুটির নাম মো. মির্জা গালিব (৮)। সে গোন্দারদিয়া গ্রামের মৃত মির্জা কলমের একমাত্র ছেলে। গোন্দারদিয়া দারুল এহসান মাদ্রাসায় মক্তব বিভাগের ছাত্র ছিল গালিব।
মধুখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার মির্জা আব্বাস বলেন মির্জা গালিব আমার আপন ভাতিজা। গত রবিবার বিকালে গালিব ও তার বন্ধু রিফাত পাশের বাড়ির ছাদে র্যাকেট খেলতে গেলে র্যাকেটের ব্যাট বিদ্যুতের তারের সাথে লাগলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। তারপর স্থানীয়দের সহায়তায় তাকে দ্রæত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিলে সেখান থেকে তৎক্ষণিক ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যায়। সেখানে আইসিউতে রাখার চারদিন পর সে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে মারা যায়।
মধুখালী বিদ্যুত বিভাগের (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন বলেন, ১৯৬২ সালে ৩৩হাজার ভোল্টের লাইনের সংযোগের তার ছিলো সেটি। লাইনের ১ ফুট দুরত্বও নিরাপদ নয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।