• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ- নৌ পরিবহন প্রতিমন্ত্রী 
করোনা পরিস্থিতির মধ্যেও বিভ্রান্তমূলক কথাবার্তা বিএনপির লোকজন ছড়াচ্ছেন। আমরা পরিস্কারভাবে বলতে চাই, আমরা কারও প্রতি বিষোদগার নয়, মির্জা ফখরুল যদি মনে করেন তিনি ১০ টাকা কেজি চাউলের আওতায় আসতে চান তাহলে আমাদের রাস্তা পরিস্কার আছে। আপনি যদি ত্রাণের আওতায় আসতে চান সেই রাস্তাও আমাদের পরিস্কার আছে। শুধু আপনাদের সম্মতি দরকার। সেই ধরণের নিবেদন করলেই সরকার আপনাদের কাছে ১০ টাকা কেজির চাল ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিবেন।
শনিবার (০৯ মে)সকল  সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ পরিচালনা কমিটির আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জননেত্রী শেখ হাসিনার উপহার বিতরণ কালে  প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ‘যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের কোন প্রকার ক্ষতি হবে না। বাংলাদেশের যেকোন বিপদে একমাত্র শেখ হাসিনাই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনাভাইরাস মোকাবিলায় বর্তমান সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরাও সকলে সরকারের যেকোন কাজে ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশের মাঠে মাঠে কৃষকের ধান কাটার উৎসব চলছে। অথচ বিএনপি সরকারের আমলে এই উত্তরাঞ্চলে অসংখ্য কৃষককে গুলি করে মেরে ফেলা হয়েছিল। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস এর মধ্যেও বাংলাদেশের কৃষকরা অনেক ভালো আছে।’
দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাড়ে ১২টায় দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৮০০ দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে  ত্রাণ বিতরণের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ সময়  দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত আসনের মহিলা এমপি জাকিয়া তাবাসসুম জুঁউ, জেলা প্রশাসক (ডিসি) মো. মাহামুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবীর, জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল সহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।