• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
ভাঙ্গায় ফাঁকা বাড়ীর ভেতর থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৯/০১/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রাম থেকে বুধবার দিবাগত রাত ১১ টায় ডাক্তার জামাল উদ্দিনের ফাঁকা বাড়ী থেকে তারই কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নিহত ওহাব মাতুব্বর(৭০) পার্শ্ববর্তী তুজারপুর ইউনিয়নে পুর্ব তুজারপুর গ্ৰামের মোচন মাতুব্বরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা ও সাবেক পিজি হাসপাতালের ডাক্তার জালাল উদ্দিন খলিফা অনেক দিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।
বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।