• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
নৌকার প্রার্থী লাবু চৌধুরীর মনোনয়ন দাখিল

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু। রবিবার দুপুর ১২টায় ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

এসময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীক হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, পৌর মেয়র অমিতাভ বোস, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলার প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাস্টার, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুইট মিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা।

মনোনয়ন পত্র দাখিল শেষে লাবু চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। দেশ ও দলের জন্য জীবন বাজী রেখে কাজ করেছেন। আমিও মায়ের মতো আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আগামী ৫ই নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। আশাকরি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদপুর-২ আসনের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

০৯ অক্টোবর ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।