• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর লক্ষ্মীপুর স্টেশন সড়কটির বেহাল দশা, ভোগান্তির অন্ত নেই

দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার ব্যস্ততম অন্যতম সড়ক স্টেশন রোড। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে চুনাঘাটা ব্রীজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে আছে। বিভিন্ন স্থানে গর্ত, আর ভেঙ্গে কার্পেট উঠে যাওয়ায় প্রতিদিনই মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়।

অনেকে বলেন, এইটুকু রাস্তায় রিক্সা বা মটরযানে চলতে শরীর ব্যথা হয়ে যায়। অনেকে ভয়ে পায়ে হেঁটে যান ঝাঁকি পাওয়ার ভয়ে। আবার অনেক রিক্সা চালক এই সড়কের নাম শুনলে যেতে অনিহা প্রকাশ করে। কেউ কেউ গেলেও দ্বিগুন ভাড়া গুনতে হয়। বৃষ্টি হলে সীমাহিন দূর্ভোগের শেষ থাকে না। বিভিন্ন স্থানে পানি জমে থাকে, রাস্তা হয়ে যায় কর্দমাক্ত।

এলাকার অনেকে বলেন, এই এলাকায় কোন ভালো মানুষ আছে কিনা জানিনা? থাকলেতো এতদিন একটা ব্যবস্থা হত। লক্ষ্মীপুরবাসী সবসময় উপেক্ষিত। কী কারণে দীর্ঘদিন ধরে সড়কের এই অবস্থা কেনইবা কর্তৃপক্ষ সড়কটির সংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন না সেই প্রশ্ন সবার? এ বিষয়ে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু’র দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার নাগরিক সমাজ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।