কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্প-২ অাওতায় বসবাসরত উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দশদিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার অায়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, উপজেলা মহিলা কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া ও গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম প্রমুখসহ অনেকে ।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবীর, সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম সহ প্রায় তিন শতাধিক আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ :উপকারভোগীদের মাঝেছাগল, হাঁস-মুরগী, গবাদী পশু, সবজি চাষ ও সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হবে।