• ঢাকা
  • বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
সাভারে ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে পাঁচ শতাধিক বেদে পরিবারের মাঝে খাদ্য বিতরণ

সুমন ভূইয়া সাভারঃ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া হাই স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় পাঁচ শতাধিক বেদে পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। ডিআইজি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা পেয়ে অসহায় বেদে সম্প্রদায়ের সদস্যদের মুখে হাসি ফুটে উঠেছে।জা

নাগেছে, গত ২৬ মার্চ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছে উত্তরণ ফাউন্ডেশন। ডিআইজি হাবিবুর রহমানের আদর্শে গড়া এ সংগঠনটি দেশের বিভিন্ন জেলার বেদে, হিজড়াসহ অন্যান্য সম্প্রদায়ের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা করে আসছে। এ ছাড়াও অব্যাহত আছে সচেতনতামূলক কর্মকান্ড।

উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহাম্মেদ বলেন, করোনা পরিস্থিতিতে ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। কেউ ফোন করলেই খাদ্য সহায়তা পৌঁছে যাচ্ছে তার ঘরে।

বাড্ডা হাইস্কুল মাঠে খাদ্য সহায়তা প্রদান করার পর প্রায় শতাধিক পরিবারের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ করেন রমজান আহাম্মেদ।

খাদ্য উপহার বিতরণকালে এসময় অন্যান্যদের মধ্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. আবুল বাশার পিপিএম, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানি, সাংবাদিক শেখ বাশার, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহাম্মেদসহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।