মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য পাচঁ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা পাওয়া জয়িতা নারীরা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সেলিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নার্গিস পারভীন, সফল জননী মোসাঃ আলেয়া বেগম, উদ্যমে নারী হিসেবে সরস্বতী রানী, সমাজ উন্নয়নে অর্চনা রাণী বসু।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া তাবাচ্ছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া খাতুন, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, ভাইস চেয়ারম্যান মহিলা মোর্শেদা আক্তার মিনা, সাংবাদিক শাহজাহান হেলাল প্রমূখ ।