• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে প্রথম আলোর উদ্যোগে প্রীতি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

মাহবুব পিয়াল,৯ নভেম্বর,ফরিদপুর জেলা প্রতিনিধি :দৈনিক প্রথম আলোর পত্রিকার ২৩তম বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে প্রীতি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৮ নভেম্বর সোমবার দুপুরে সরকারী রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে প্রীতি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহাম্মদ বাবুল, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম সাহা, পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান, ফরিদপুর সাহিত্য পরিষদের  সাধারণ সম্পাদক মফিজ  ইমাম মিলন, এনজিও ব্যাক্তিত্ব ও এফ ডি এর নিবার্হী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ব্লাস্টের সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোশ্বামী,বিএফএফ’র নিবার্হী পরিচালক আনম আব্দুল হাদী সাব্বির,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, দৈনিক প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি পান্না বালা, দৈনিক প্রথম আলো বন্ধুসভা ফরিদপুরের সভাপতি সুজিত কুমার দাসসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রবীন বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহাম্মদ বাবুল ও শহরের প্রবীন সংগীতজ্ঞ করুণাময় অধিকারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের হাতে দৈনিক প্রথম আলোর পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

‘তুমি নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম ঘুচায়ে’গানের সাথে সাথে অনুষ্ঠানের সূচনা হয় এবং’আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শেষ হয়। যৌথভাবে গান দুটি পরিবেশন করেন এ্যডভোকেট শিপ্রা গোস্বামাী ও আসমা আক্তার মুক্তা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।