ফরিদপুরে শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
283 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে মুজিব জন্মশতবর্ষ শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হচ্ছে।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শেখ রাসেল স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল হতে শহরের শেখ জামাল স্টেডিয়াম ও সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। লীগ পদ্ধতিতে টুর্ণামেন্টে মোট ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতার প্রধান অতিথি থাকবেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।
আনুষ্ঠানিক উদ্বোধক করবেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখ রাসেল স্মৃতি ক্রিকেট ক্লাবের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।
প্রতিযোগিতায় মোট ১৬ টি দল ৪ গ্রুপে বিভক্ত হয় অংশগ্রহণ করবে এতে প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এ মাসের ২৩ তারিখে অনুষ্ঠিত হবে। কমিটি সূত্রে জানা গেছে। প্রতিযোগিতায় মোট ৩১ টি খেলা অনুষ্ঠিত হবে এবং প্রতি খেলাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়া হবে। উল্লেখ্য গত মার্চ মাসের পর থেকে ফরিদপুর জেলায় ছোট ছোট অনেক ক্রিকেট টুর্নামেন্ট হলেও বড় ধরনের কোন টুর্নামেন্টে হয়নি। আর এই টুর্ণামেন্টের মধ্য দিয়ে ফরিদপুরে আবার ক্রিকেট খেলা ফিরে আসবে বলে ধারণা করছে খেলার সাথে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা।