ফরিদপুরে হাত,পা,মুখ চেপে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাচঁকুল গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কাইয়ুম শিকদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার অভিযুক্ত কাইয়ুম বাকপ্রতিবন্ধী তরুণীকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে হাত, পা, মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তার ধস্তাধস্তি ও আর্তনাদের শব্দ শুনে পাশের বাড়ির এক নারী এগিয়ে আসলে কাইয়ুম পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও বিচার না হওয়ায় মেয়েটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলার পর মঙ্গলবারই তাকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।