জোড়া সেঞ্চুরিতে ম্যাচ জিতল আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি সংঘ
জোড়া সেঞ্চুরিতে ম্যাচ জিতল আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি সংঘ
শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ২২৩ রানের ব্যবধানে জয় পেয়েছে আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি সংঘ।
দুই সেঞ্চুরিয়ান শিবলী ও রাজু
আজ সোমবার তারা হারিয়েছে পুবালি সংস্থাকে। আর তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিবলী ও রাজু।
এর মধ্যে শিবলি ১০৭ বলে ১১০ রান করেন। অন্যদিকে রাজু করেন ৬৭ বলে ১০০।
নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি সংঘ ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে।
জবাবে পূবালী সংস্থা ১০২ রানে অলআউট হয়। আম্পায়ার ঃ অজিত গুহ স্বাধীন, হাসমত আলি খান।
স্কোরার ঃ মামুন হোসেন।