নাচোলের নেজামপুরে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজামপুরে পানিতে ডুবে দেড় বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে নেজামপুর রেলপাড়ায় এঘটনা ঘটে।
শিশু কন্যা মোসাঃ আঁখি খাতুনের পিতা মোঃ লিটন আলি জানান প্রতিদিনের ন্যায় আজও বাড়ির গলিতে একা খেলাচ্ছিল, কিন্তু বাড়ির গলিতে থাকা পানির ট্যাপের পাশে গর্তে থাকা পানিতে পড়ে মারা যায়।
মৃত কন্যার জানাজা অনুষ্ঠিত হবে আজ বিকালে নেজামপুর কেন্দ্রীয় গোরস্থানে।