• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

যত দিন বেঁচে আছি ফরিদপুরবাসীর কল্যাণে

মুজিব আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো

একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় আ.লীগ নেতা বিপুল ঘোষ

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘকাল লড়াই সংগ্রামে রাজপথ কাপিয়েছেন অসংখ্যা নেতা কর্মী তৈরি করেছেন। ফরিদপুর আওয়ামীলীগের অনেকবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিএনপি জামাত সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের শোষনে কারাবরণ করেছেন, সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন, ফরিদপুরের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ।

অভিজ্ঞতা আর দ্রোহের আগুনে পুরে পুরে আজ তিনি নানা রোগে আক্রান্ত হয়ে এই কদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। নিবির চিকিৎসায় তিনি সুস্থ্য হয়ে উঠেছেন। প্রতিদিন ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ বাস ভবনে সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সময় দিচ্ছেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, যত দিন বেঁচে আছি মুজিব আদর্শে দলীয় সভানেত্রী সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফরিদপুর বাসীর কল্যাণে কাজ করে যাবো। তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আমলে অনেক উন্নয়ন হয়েছে এ কথা মিথ্যা নয় কিন্তু কিছু লোক তার কাছে থেকে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে সম্পদের মালিক হয়েছেন এ জন্য আজকে তার এ অবস্থা। একটি অফিসের নাম না বললেও তিনি বলেন প্রতিদিন ১০ লক্ষ টাকার ঘুষ লেনদেন হয়। এখানে আর কোন রুবেল-বরকতের পুনরাবৃত্তি হতে দিবো না। আমার অনেক বয়স হয়েছে শারীরিক অবস্থা ভাল নয় আমি একজন কৃষক খাদ্য উৎপাদনে ব্যস্ত থাকি। যে কয়দিন বাঁচি আওয়ামীলীগের নেতাকর্মীদের জন্য নির্ভয়ে কাজ করে যাবো। কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মানিত পদে মনোনীয় করার জন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞপন করেন। শারীরিক সুস্থ্যতার জন্য তিনি সকলের কাছে আর্শিবাদ ও দোয়া চান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।