• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় জাভেদ পারভেজ ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাভেদ পারভেজ ইনস্টিটিউটের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে বিরতীহীন গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ২৮৯ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন মো. ছানোয়ার শেখ ১২১ ভোট পেয়ে প্রথম, মো. আতিয়ার ১১৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. কামরুজ্জামান মিয়া ৯৮ ভোট পেয়ে তৃতীয় ও আমিনুর ইসলাম ৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লিমা সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিনা বেগম ৯৫ ভোট পেয়েছেন

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।