রাজশাহী মোহনপুরে এমপি সহ আ.লীগের দোয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক সাস্হ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে,রোগমুক্তি কামনায় ৯ জুন বাদ যোহর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে দোয়া মাহফিল করেছে মোহনপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন(এমপি)। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, কৃষকলীগের সভাপতি মহসিন মোল্লা,ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান,জাহানাবাদ ইউপি আ”লীগ সভাপতি হযরত আলী, ধুরইল ইউপি আ”লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তাসহ উপজেলা ও বিভিন্ন ইউপি আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মোহনপুর উপজেলা মসজিদের পেশ ইমাম মুফতি মো: ওবায়দুল্লাহ।