মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন ফসলী মাঠে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন বিল ও পুকুরে একাধিক অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে তারা।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাজল ডাঙ্গা বিল থেকে সাহিদ নামে এক ব্যক্তি এবং একই ইউনিয়নের মাঝারদিয়া দক্ষিণ পাড়ায় ফসলি জমি থেকে ড্রেজার ব্যবসায়ী সানালসহ উপজেলার একাধিক স্থানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। মাসের পর মাস এমনকি সারা বছর ধরে চলছে বালু উত্তলন। বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ব্যক্তি মালিকানায় বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
অপরদিকে ক্ষতি হছে ফসলী জমি। গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সহ বিভিন্ন স্হাপনা রয়েছে হুমকির মুখে। বর্ষা মৌসুম এলেই এসকল বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলী মাঠ থেকে বালু উত্তোলন করে। এসকল অবৈধ ড্রেজার মেশিন মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলাপ্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, ইতোপূর্বে অভিযোগ পাওয়ার পরে এসিল্যান্ড উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে। তখন ড্রেজার বা ড্রেজার পরিচালনাকারীদের পাওয়া যায়নি। তবে কিছু পাইপ ছিলো এবং ড্রেজার বসানোর প্রস্তুতির কথা জানা যায়। এসিল্যান্ড কোথাও অবৈধ ড্রেজার না বসাতে নির্দেশনা প্রদান করে এসেছে। সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।
৯ অক্টোবর ২০২৩