• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কবে হবে উদ্বোধন গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
গলাচিপা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণকাজ প্রায় চার মাস আগে সম্পন্ন হয়। একটি সংযোগ সড়কের জন্য ঝুলে আছে স্টেশনটির উদ্বোধন।
জানা যায়, ফায়ার সার্ভিস স্টেশনের মূল ভবনটির কাজ সম্পন্ন হয় চার মাস আগে। শুধু কিছু ইলেকট্রিসিটি ও পানির লাইনের কাজ বাকি আছে।

বাকি কাজগুলো উদ্বোধনের দু-একদিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করবে বলে জানা গেছে।নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, গলাচিপা পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন হচ্ছে না।

মূল স্টেশন ভবন থেকে গাড়ি যাতায়াতের জন্য ১০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রস্থ সড়ক নির্মাণ করা হয়নি।
এ জন্য গলাচিপা পৌর কর্তৃপক্ষকে দায়ী করছেন পটুয়াখালী ফায়ার সার্ভিস দপ্তরের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন

এ কর্মকর্তা বলেন, আমি গলাচিপা পৌর মেয়রকে সড়কটি নির্মাণের কথা বলেছি। তিনি অপরাগতা প্রকাশ করায় পরবর্তী সময়ে গণপূর্ত বিভাগকে বলেছি।

তারা নিয়মানুযায়ী কাজটি করে দেবে বলে আশ্বাস দিয়েছে। আশা করি, সড়কের কাজ সম্পন্ন হলে ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন করতে পারব।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।