সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলার মনোনয়ন পত্র দাখিল করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যরা। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দখিলের শেষ দিনে বিভিন্ন প্রার্থীরা হাজার হাজার সমর্থকদের করোতালির মধ্য দিয়ে উপজেলায় ছিল উৎসব মুখর পরিবেশ। উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীরা ৪টি কার্যালয়ের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তাদের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ৬৮ ও আওয়ামীলীগ ৮ মোট ৭৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। সদরপুরে আওয়ামী লীগের মনোনীত ৮ জন নৌকার প্রার্থী এরা হচ্ছেন, কৃষ্ণপুর ইউনিয়নে আক্তারুজ্জামান তিতাস, চরবিষ্ণপুর ইউনিয়ন আবু বক্কর সিদ্দক, আকোটের চর ইউনিয়নে মোঃ আসলাম বেপারী, নারিবেল বাড়িয়া ইউনিয়নে আব্দুল কুদ্দুস দেওয়ান, চরনাছিরপুর ইউনিয়নে মোঃ মিরাজ বেপারী, ভাষানচর ইউনিয়নে মুঈদুল বাশার, চর মানাইড় ইউনিয়নে মোঃ বজলু মাতুব্বর ও ঢেউখালী ইউনিয়নে মোঃ মিজানুর রহমান। এ সময় প্রার্থীরা দলে দলে মিছিল নিয়ে উপজেলায় আসেন।