• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে ফুলকুঁড়ি  আসরের সুবর্ণ জয়ন্তী পালিত 
ফরিদপুর জেলা প্রতিনিধি 
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি  আসরের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।
 এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় কবি জসিম উদ্দিন হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম
বিশেষ অতিথি ছিলেন ফুলকুড়ি আসনের উপদেষ্টা  অধ্যাপক মনিরুজ্জামান ফরিদী,
উপদেষ্টা ও সাবেক সভাপতি  আবদুস সাত্তার, কেন্দ্রীয় পিএস ডি ও সিআর সম্পাদক আরফান সাদিক,   ফরিদপুর শাখার সাবেক পরিচালক আল আমিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর শাখার  পরিচালক আসিফ ইকবাল নিশাত, অনুষ্ঠান পরিচালনা করেন মানজুর মাসরুর  জিহান।
বক্তারা  ফুলকুড়ি  আসরের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের করণীয় নিয়ে সভায় আলোচনা করেন। তারা বলেন পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। ফুলকুড়ি  শিশুদের প্রাণের সংগঠন।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই শিশুদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। যাতে তারা দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেদের আত্মনিয়োগ করতে পারে। শুধু লেখা পড়ে নিয়ে থাকলে হবে না পাশাপাশি খেলাধুলা, সামাজিক সংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের ভূমিকা রাখতে হবে। শিশুরা যাতে বিপথগামী না হয় এজন্য অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে  বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার‌ বিজয়ীদের হাতে ক্রেস্ট  তুলে দেয়া হয়
অনুষ্ঠানের কবিতা আবৃত্তি, নাটিকা, ইসলামী সংগীত, ইত্যাদি পরিবেশন করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।