ফরিদপুর জেলা প্রতিনিধি
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা দ্বিতীয় দিনের মত ফরিদপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে ম্যাটস এ সময় তারা মানববন্ধন ও কর্মসূচি পালন করে।
আজ সোমবার সকাল ১১ টার দিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা ৩৪ তম উক্ত কর্মসূচি পালন করে তারা
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র
প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরামুল সহ তালহা, শাফি, মো: সজিব শেখ, ইয়াসিন, হযরত আলী, সিয়াম, মীম, প্রমুখ ।
মানব বন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ চেয়ে তাদের চার দফার সমস্ত দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এছাড়াও পাস করার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উচ্চ শিক্ষার সুযোগ, ইন্টার্নশিপ ভাতা চালু, কোর্স কারিকুলামের সংস্কারের কথাও উল্লেখ করা হয়। তাদের অধিকার ও দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে তাদের অবস্থান কর্মসূচি চা