মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:১৬ই ডিসেম্বার মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, সাংবাদিক আবু নাসের হুসাইন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।